সেই কবে থেকে---
জীবনের জলছবি আঁকছি বিরামহীন
তুলির নরম আঁচড়ও ইদানিং খুব কষ্ট দেয়
ক-ত্তো রকমের কষ্ট,সে না বলাই ভালো।
যতোবার বলতে গিয়েছি,ছড়িয়ে ছিটিয়ে থাকা কষ্টগুলো
ভেতরে ভেতরে চৈতালী দহনে পুড়ছি
এখন আর বর্ষা নামেনা আগের নিয়মে
শুধুই গুমোট,শুধুই পোড়ায়
কেনো জানিনা----।
শুধু জানি এখন আমি চৈতালী বুকে জলছবি আঁকছি অহর্নিশ।