মিছিল মিছিল মিছিল
ছিলো দহন তপ্ত বুকে,সেদিন আমি
বাজি রেখেছিলাম বারুদের গন্ধ--
ভালবাসার নামে অগ্নুৎসবে মেতেছিলাম
আমার সব,সবকিছু নিয়ে।
তমুল উত্তেজনায়-কোন এক এলোমেলো বোশেখে।
আজকে আমি জীবনকে অন্যভাবে দেখছি
যেমন দেখে ঋতুর প্লাবন--
মড়মড়ে পাতা ঝরার দিন।
রমনার বটমূলে সেঁতার হাতে
হলুদ শাড়ীতে চিক চিক চোখে-স্বদেশ আমার
যৌবনদীপ্ত কিশোরী রমনীর
যতো সব ভালোলাগা।
মিছিলে তোমার অগ্রগামী উন্নিত হাত
মিছিলে তোমার মসলিন স্মৃতি স্বদেশের তাঁত।
মসৃণ ত্বকে আবরণে আজ তামাটে ভাব--
মিশে আছে মাটিও জলের ভাষা।
রোদ্দুরে পোড়া শিশিরে ভেঁজা পা
হাতছানি দেয় চেতনায় অলস,
তবুও তুমি দৃপ্ত পায়ে মিছিলের মানে খোঁজ
খুঁজে ফেরো নিসর্গের অভিধান।