বুকের টিপবোতামের ফাঁকগলে নষ্ট প্রেম উঁকি মারে যত্রতত্র
নিরালা ভ্রষ্ট প্রহরে অবাধে চলে শরীরের সব লেনাদেনা,
কেউ কি জানে আঁধারে লুকায় জীবনের দেনা?
তৃষ্ণার তিমিরের কোলজুড়ে জেগে থাকে নগ্ন রাত
স্টেশন ছেড়ে যায় একের পর এক ট্রেন
বেসাতি গুটায় গ্রাম থেকে আসা দু'মুটো অন্নের খোঁজে নিরন্ন মানুষ।
একাকি পড়ে থাকে শুধুই প্লাটফর্মের নিঃসঙ্গতা
বাড়তে থাকে রাত সাথে পাল্লা দিয়ে দেহ বিকোয় সভ্যতার মানবিকতা।
তা দেখে নিয়তি হাসে মন্ত্রমুগ্ধের মতো
ভুল ভেবে ভালবাসারা ফিরে যায়
হাজার ব্যাথার ঘোরে যে যার মতো।
রাত্রির গায়ে বাড়তে থাকে উপচে উঠা নোনা ঘ্রাণ
অবসাদ বাসা বাঁধে রক্তের ভেতর, ক্লান্তি ভর করে----
ভবিষ্যৎ প্রজন্মের ঝকমকে নিষ্পাপ মুখয়বে।
তাদের কত স্বপ্ন বুকে নিয়ে এ-পৃথিবীতে আসা
অথচ টিপবোতামের ফাঁকগলে শুধু কি প্রেম!
বেরিয়ে আসে জীবনের ব্যথিত মিছিল।
তবুও কেনো জানি বারে বারে জেগে উঠে
হৃদয়ে একখানি স্বপ্নধোয়া দ্বীপ।