তমিস্রার ক্ষীণ আলো দেখাবে কি পথ
নির্নিমেষ চেয়ে থাকি পথের দিশায়
দিগন্তের ওপার কি আছে জানা নেই
তবুও অপেক্ষা কেনো,কিসের আশায়?
পথভুলা বেভুলার দিশাহীন চলা
পাথেয় করে রেখেছি হাত বেহালায়,
গাইব যে আগামীর সুরের মূর্ছনা
আর ভুল পথে নয়,না অবহেলায়।


আগামীর দিনগুলো লালিমা আভায়
তমসার দিনলিপি রচে যাবো আমি
হোকনা ভুল তাতে কি,কিছু আসে যায়।
আঁধার কেঁটে  আলোর রেখা সহসায়
জীবনের বাকিটুকু কাটাবো নির্জলা
বিশ্বাসী শক্তি আমার থাকে ভরসায়।