আর কোন অভিমান নয়,কোন কাজে
চলো হাত রাখি দু'জন শরীরের গাঢ় ভাঁজে
কামনার রোদ্দুরে পোড়া দেহ ঘেটে দেখি একটুখানি
না পাওয়ার যন্ত্রণায় পেড়েছে তা কতোখানি।


বহুদিন কষ্টের খরায় পুড়ে হয়েছি সাবাড়
কাছে পাওয়া না পাওয়ার হিসাব করে হয়েছি অসার
তৃষ্ণা দমেয়েছি বারবার রঙিন শিকলে বেঁধে
তুমি হীনা কাটিয়েছি এতোদিন কেঁদে কেঁদে।


অনেকতো হলো দু'জনার আর কোন অভিমান নয়
চলো তৃষ্ণার কাছে ফিরে যাই এবার,নেইতো কোন ভয়
থাকনা মুড়ে সব যতো কষ্ট নকশিকাঁথার কোলে
চলোনা নিজেদের ভিঁজিয়ে নেই নীলিমার নীলজলে।