প্রতিরাতে তোমায় স্বপ্নে দেখি
স্বপ্নের ভিতর তুমি অচেনা এক আরশিনগর
ছায়া পুড়ে হয়েছে এক আঁধার
ক্লান্তিহীন আয়স্য বর্ষণ
উচ্ছন্ন মন শোক বসন্তে চেয়ে দেখি বাস্তবতা
ভেঙে চূরে যায় মনের উত্তাপের অবিনশ্বর বিশ্বস্ততা
তবুও তোমায় স্বপ্নে দেখি।
স্বপ্নের ভিতর তোমায় আজও খুঁজে ফিরি
শরীরের নিভৃত কবাট খুলে,
চেয়ে দেখি নিজেই নিজেকে।
বাস্তবতার অতিদূর অন্নেষার কূয়াশায়
অন্তরের জলবিন্দু হারিয়ে যায় কোন এক অজানায়
কেঁদে উঠে মন খুঁজে ফিরি বাস্তবতার তীর,
পেয়েও যাই জ্বলন্ত এক উনুন।