আমার ভালবাসার ঝুলবারান্দার কার্ণিশ ধরে
অপেক্ষায় আছি মহাকাল
শীতের নরম রোদ হিম শীতল শরীরে মাখব বলে।
বিশ্বাস করো চৈত্রের খড়তাপে পুঁড়ে ভুলে গেছি
সেই-! শীতের সোনালিমা নরম রোদের কথা
ভুলে গেছি হিম শীতল শরীরে ---
প্রেয়সীর বুকের নেশাতুর উত্তাপ।
বিশ্বাসের চোখ খুলে দেখো
আমি খুঁজছি বিশুদ্ধ রোদেলা ভোর।
আর সুরভী মহুয়ার জলের 'পরে উষ্ণতার
কামনার জল ঢেলে তৃষ্ণা মেটানোর বাহানা,
তবুও  আমি ভালবাসার ঝুলবারান্দায় ঝুলে
অপেক্ষায় আছি মহাকাল ধরে।
এখন আমার সারা শরীর জুড়ে
নষ্ট পোকার বিরামহীন সঙ্গম
তারপরেও নিরুদ্বিগ্ন মনে
নির্দোষ আত্মার সাথে প্রতারণা করে চলেছি চিরকাল।
একি!তবে পিষ্ট  হওয়া নষ্ট শরীর?
আজ তবুও  কেনো জানি-এলোকেশির খোঁপায়
অভিমানী আঁধারে উচল পথে উচ্ছল যৌবনের দীপ্তি খুঁজে ফিরছি
স্বেচ্ছাচারী পৃথিবীর অবারিত বুকে।