অনিতা---! যেওনাকো একা
আমাকে রেখে ক্লান্ত দেহে
দক্ষিণা হিমেল হাওয়ারা আজ উছলে উঠেছে,
কোন এক দূরবর্তী সুমুদ্র তীরে
পুরুনো স্মৃতিরা চৌচির
হৃদয়ের সৈকতের চোরাবালিতে,
লিখে রেখেছে দাহ্ ক্ষতবিক্ষত দেহে।
অনিতা-- ! যেওনাকো একা
উত্তাল সমুদ্র তীরে।
আজ যতসব ভুলে যাওয়া স্মৃতিরা ভীড় করেছে জীবনে
সী-বীচের বারবনিতাদের মত।
মাতাল মধ্য রাত, উপছে পড়া জোসনা
দু'য়ে হারাবে তোমার  অঙ্গশোভা
অনিতা--! যেওনাকো একা ,
আমাকে রেখে সর্বোগ্রাসি সমুদ্র তীরে।
হারাবে তোমার সত্তা, সবকিছু, বারবনিতাদের ভিড়ে
অনিতা-- ! যেওনাকো একা আমাকে রেখে।