নিষ্প্রভ দু'চোখে জ্বলে উঠে মলিন আকাশ
ঘনঘোর মেঘের ফাঁকগলে সূর্যের খানিক হাসি ভেসে আসে বারবার,
স্তব্দতারা তাকিয়ে রয় বালিয়াড়ি জীবনে।
জীবনের স্বাদ গন্ধের দূর্বিপাকে কাটে সারা বেলা
স্থীর দৃষ্টি রয় আকাশ পানে,
বিকৃত উল্লাসে মেতে উঠে চারিপাশ।
শব্দহীন তাচ্ছিল্যর হাসি বেরিয়ে আসে মনের অজান্তে
অস্ফুষ্ট যুগলবন্দী কষ্টেরা যোগদেয়, শ্রাবণের অস্থির আকাশে,
নেমে আসে নিজের এক ক্ষীণকায়  ছবি
বিরাণ ভূমির বালিয়াড়ি জীবনে।
ঘিরে ধরে নিষ্প্রাণ অস্তিত্ব ---
কীটপতঙ্গের মত বেঁচে থাকার কল্পচোখ,
মেঘ হয়ে আকাশপানে ভেসে বেড়ায় উন্মাতল মনে,
দিনের শেষে বুকের জমানো কষ্টেরা নেমে আসে অঝর ধারায়।
শ্রাবণের বুকে মাথা রেখে কতবার ভাসিয়েছি দু'কুল
সুনীল আকাশ দেখব বলে---
তবুও বারবার  ফিরে আসে--অসঙ্গতির দূর্বিপাক
জানিনা------------!
নিজের সঙ্গে, এই অসঙ্গতির যুদ্ধ আর কতকাল চলবে,
এই বালিয়াড়ি জীবনে?