প্রশ্ন করি নিজেই নিজেকে
কখন আমি ভালবাসার নামে
জীবনের শুরুতেই সূক্ষ্ম সূচীপত্র লিখেছিলাম,
ভালবাসা কি বেছে বেছে হয়?
আজো প্রশ্ন করি নিজেই নিজেকে
হেমন্তের দক্ষিণের হিমেল সমীরণ
শান্ত স্নিগ্ধ হৃদয়ে আচমকা ঝড় তোলে
তাইতো সূরভীত ভোরকেও সন্দেহ হয়।
এ-আবার কালবৈশাখী ঝড় নয়তো?
যারা ভালবাসার নামে ভীত কুঁকড়ে যাওয়া মানুষ
তাদের বুক চিবে খায়
জীবনের অকীর্ণ সূচী পত্র দেখে দেখে।
এমন সূচী পত্রতো সংসদে পাশ হওয়ার কথা নয়!
যেভাবে মানবতার বিল কণ্ঠ ভোটে নাকচ্ হয়
এই বিল তেমনি ভেস্তে যাওয়ার কথা।
অতচ এমনি করেই----
মানবতা আজ স্পীকারের রোলিংয়ে এক্সপান্চ।
জীর্ণক্লিষ্টরা আজ পিষ্ট, দাপুটে পায়ের নীচে
একেমন রোলিং স্পীকারের,
প্রশ্ন করি নিজেই নিজেকে।