বহুকাল ধরে গুমোট জমা হয়,প্রশান্তির বায়ু বহেনা দক্ষিনে
বুকের ভেতর কুঁকড়ানো ব্যথা উঠে-ঘরময় যতো অন্ধকার
চারদিকে তমিস্রার কালোমেঘ, জীবন গুটিয়ে যায়,
আলো আসেনা শুধু অন্ধকার জমে চারিপাশে।
সময় যায় ব্যাথিত মনে  চলে রোজ কষ্টের মহড়া
ক্রমশঃ স্বপ্নগুলো লীন হয় বয়সের ভারে
সোমত্ত জ্যোৎস্না আর আলোকিত করেনা রাতের ধরা।
ঘানির জোঁয়াল টেনে উত্তাপ হারায় জীবনের স্বপ্ন
দুঃখ মেখে দেয়ালের কাছে থমকে দাঁড়াই,
ভেতরের কষ্ট শুকে খুঁজি, আশ্বাসের মসৃণ বাতাস।
বিশ্বাসের আগুনে পোড়ে,চিনিনা নিজের মুখ
বিষমগ্ন হয়ে অতীত খুঁজে ফিরি ঝলসানো চামড়ার ভাঁজে,
অথচ আমার একটা বর্ণময় অতীত ছিল,উষর জীবনে
সেই অতীত আজ মালশায় পোড়া ধোঁয়াটে শোক।