আমি ভালবাসি,ভালবাসা
ভালবাসি পূর্ণিমা রাতের শশী,
বাড়ন্ত কিশোরীর মুখে লেগে থাকা
সেই- -টোল পড়া অমলিন হাসি।


আমি ভালবাসি
বর্ষার টল টল নদী
যেথায় ভাঁটিয়ালী সুরে মাঝি
গান গেয়ে যায় নিরবধি।


আমি ভালবাসি
শিশির সিক্ত কিশোরীর রাঙাপা,
সকালের শিশিরে ভেঁজা দুর্বাঘাস
দুপুরের ঝলসানো রোদে শীতলছা'।


আমি ভালবাসি
দুরন্ত কিশোরের দুর্বার ছুটে চলা,
ছোট্ট শিশুর হামাগুড়ি আর--
প্রথম শেখা আবল তাবল কথা বলা।


আমি ভালবাসি
সোনালী ধানের শীষ
কৃষকের মুখে নির্ভায়া হাসি
কৃষাণির চোখের স্বপ্ন দোলা অহর্নিশ।


আমি ভালবাসি
নজরুলের বিষের বাঁশি,
জসিম উদ্দীনের নকসী কাঁথার মাঠ
জয়নুলের আঁকা জীবনের ছবি ভালবাসি,দিবানিশি।
আমি ভালবাসি
বসন্তের কোকিলের কুহু কুহু তান
শিমুল পলাশ শাখে
দেখে জুড়ায় এই প্রাণ।


আমি ভালবাসি
শত্রুুর বুকে বেওনেট ছাপি
দীপ্ত উল্লাসে ফেটে পরা
নির্দয় সেনার মুখচ্ছবি।


আমি ভা্লবাসি
বৈশাখী ঝড়ে আম কুঁড়ানোর দিন
আর -কিশোর জীবনের দুরন্তপনা
ভালবাসি ফেলে আসা জীবনের কাছে গচ্ছিত কিছু ঋণ।