তোমায় বলব বলে
শত বাঁধা উপেক্ষায় পোড়া প্রান্তর পেরিয়ে এলাম,
হৃদয়ের গভীরে শত বেদনার আজন্ম দ্বীপশিখা জ্বালিয়ে।


তোমায় বলব বলে
বিনিদ্র রাত জেগে শীতার্ত কূয়াশা কাতর ভোরে নীরবে এলাম,
নিরুত্তাপ বিষণ্ণ রোদের বেদনার একান্ত সময়ে।


তোমায় বলব বলে
বুকের গভীরে ভুল নির্মাণে আত্মহননের কষ্ট চেপে এলাম,
কথাহীন ক্লান্ত চোখে মুখোমুখি বসে,স্মৃতির কাছে ফিরে যাওয়ার বাসনায়।


তোমায় বলব বলে
নৈঃশব্দ্যের মাঝে ঝরে পরা স্বপ্ন, মনের গহীনে পুরে এলাম,
ছুটে চলা জীবনকে মুখরিত করব বলে।
অথচ তোমার কাছে এসে দেখেছি,আজ----
ব্যর্থতার গ্লানি হাতে ম্রিয়মাণ তুমি,পাশে নিঃসঙ্গ ঈশ্বর।