তটিনীর বুকে তপ্ততা জ্বলছে ধিকি
সুখ আমায় দিয়েছে অহর্নিশ ফাঁকি।
চোখের ভেতর আস্ত এক নোনা নদী
বয়ে চলেছে,তৃষ্ণা মিটেনা নিরবধি।
ঘামের ডগায় মিহি লোম উষালগ্নে
হেসে উঠবে কী,সোনালী রোদ নির্বিগ্নে?
আশার বেলুন চুপসে রোদেলা ভোরে
ভালবাসার হিরন্ময়তা কতো দুরে?


যে ভোর হারিয়েছিল বেদনার ভারে
ফিরবে'ই অঞ্জলি হাতে র'বেনা দুরে।
বেদনার তপ্ত জমিন উঠবে হেসে
সতত গঞ্জনা দুরে ঠেলে, অবশেষে।
ধরার বুকে হাসবে, প্রাণ শ্যামলিয়া
যতো দুখ বাধা-বিপত্তি দুরে ঠেলিয়া।