নগ্ন অন্ধকার অস্থির মাতাল রাত
চেয়ে আছে চোখ,চোখের ভেতর
হেঁটে চলি নিজের সাথে নিজেই, বিষাদ ক্লান্ত দেহে
অথচ দ্যাখো এখন শুধুই স্তব্ধতা
স্মৃতির কাছে বার বার ফিরে ফিরে আসে
অনাবাদী বেদনার কান্নার বিষাদ।
নির্জলা জীবনের নির্মল আকাশ এখন
কেনো জানি শুধুই নিরুত্তাপ হলদে অসুখে মোড়ানো,
তাইতো জীবনের কথাগুলো মুহুর্তে ফুরোয়
এই জীবনের বসন্ত আসার আগেই ভাসে বেদনার ভেলা।
সময় হয়েছে ফিরে যাওয়ার, যে যার পথে
গত জন্মের হাজারও স্মৃতিকথা হৃদয়ে রেখে
অনেকেই ফিরে গেছে----
হয়তো আমিও ফিরব চামড়ার ভাঁজে স্বজনের শোক নিয়ে
বিষমগ্ন মালশায় পোড়ানো কোন এক সঙ্গিহীন ভোরে।