সব কথা শেষ হয়ে এলে
জন্মের ক্লেদ ভুলে প্লাবনে ভাসাবো নিজেকে নির্জন ঢেউয়ে
ভেসে ভেসে মিশে বেড়াব হিমেল হাওয়ায়।
সব কথা শেষ হয়ে এলে, এই একাকীত্বে--
শরীরের নগ্নতায় খেলা করে যাবো দুর্দান্ত স্পৃহায়
বিনিদ্র রাত কাটাবো- চন্দ্রমুখীর সৌমত্ত যৌবনে।
সব কথা শেষ হয়ে এলে---
বুকের গহীনে ধিক ধিকি জ্বলা চিতাভষ্ম
ভাসাবো নিরুদ্দেশের খেয়ায়।
সব কথা শেষ হয়ে এলে---
সকল ইচ্ছার কবাট খুলে অপেক্ষায় রবো
একটি ঝর-ঝরে শেফালী ভোরের।
সব কথা শেষ হয়ে এলে---
আমার আজন্ম লালিত ইচ্ছেগুলো বাড়তে দেবো
বাসনার রোমন্থনে অসীম দিগন্তের সীমাহীন বসন্তে।
সব কথা শেষ হয়ে এলে---
স্নিগ্ধ পূর্ণিমার আবাস বানাবো আমার গভীরে  
খোলা জানালায় রেখে যাবো, আমার বিনিদ্র দুটি চোখ।
দু'জনের সব কথা শেষ হয়ে এলে
তোমার সিঁথানে রেখে যাবো পূর্ণিমায় প্লাবনে ভাসানো রাত
তখন শুধুই খুঁজবে আমায় পূর্ণিমার অথৈ প্লাবনে  
সেখানে দেখবে আমিহীন কিছু স্মৃতিচিহ্ন।