রোজা শেষে ঈদের চাঁদ উঠছে আকাশপানে
ঘরে ঘরে আনন্দের বন্যা এলো প্রাণে।
পিঠা পায়েস মণ্ডা মিঠাই করছে শত আয়োজন
ভালবেসে ধনী গরীবের সব ভেদাবেদ ভুলা প্রয়োজন।
হাজার টাকার জামাজুতোয় নেইতো কোন বাহাদুরি
পাশের বাড়ীর গরীবভুখা না খেয়ে যদি মরি।
সবার যদি এক আকাশে ঈদের চাঁদ হয়
নতুন জামা পিঠাপায়েস কেনো সবার তরে নয়।
এসো ধনী গরীব সবাই মিলে সাম্যর গান গাই
দুঃখ গ্লানি পিছনে ফেলে এ-ধরায় শুধু আনন্দ বিলাই।
ঈদের দিনের শপথ মোদের চলুক জীবনভর
এই ভাবনায় আলো করি আমরা সবারই ঘর।


(আমার জন্য ঈদের আনন্দ পাওয়া হলনা শয্যাশায়ী অবস্থায় আছি দোয়া করবেন বন্ধুরা)