বাড়াই হাত বুকের কাছে----
ফিরে ফিরে আসে বার বার শূন্যতাকে ছুঁয়ে
অথচ তুমি আছো-আবার নেই!নিষ্প্রদিপ জ্বলি একা
শূন্যতার কাছে একা- হিম শীতল শুধুই একা,
কামুক তৃষ্ণার্ত শরীর জুড়ে জেগে থাকে একজোড়া মানবিক চোখ
জানালায় রেখে মাথা আমি শুধুই যাই দুরে-বহুদুরে।
আমিতো চিরটাকাল আশ্বিনের নিরিহ চাঁদের আলোয় অনিদ্রা লিখে
বেঁচে থাকি, বেঁচে আছি--
ভালবাসায়, নিয়ে তুমুল  স্মৃতি।
অথচ আজ তোমার শূন্যতা ঘিরে বেদনার দীর্ঘশ্বাস,
তাইতো এখন তোমার কাছে আমার--
থাকা না থাকা জুড়ে শুধুই অবিশ্বাস।