এসোনা কিছুটা প্রেম
ভাসিয়ে দেই ঔদ্ধত্য বানের জলে
কিছুটা প্রেম খড়খুটোর মতো ভাসিয়ে দেই
নির্বাসিত একলা মননে।
যে চিতা পুড়িয়ে ভাসিয়ে দেয়
এসোনা প্রেমের চিহ্ন আঁকি সেই জলের প্লাবনে
এসোনা রক্তস্নাত নাফের খড়স্রোতে কিছুটা প্রেমের ছোঁয়ায়
উন্মাতল পিশাচের দেওয়া ক্ষতে একটুখানি  প্রেম এঁকে দেই
যেখানে বিপর্যস্ত মানবতা চিৎকারে মাতে অহর্নিশ
যে শুধু ভাসাবে ভাটির বুকে কুচরির মতো।
চলো শোকের বুকে পদাঘাত করি---
খুঁজি নতুন কোন নীড়ের সন্ধান,
যেখানে শুধু তুমি আমি আর একদলা বিষদাক্রান্ত কুচরিপানা।
যারা একদিন আমাদের মতোই ছিল
নির্জলা নির্মল প্রেমময়তায়,
আজ তারা ভাটির বুকে, নতুন কোন নীড়ের সন্ধানে।