বিশ্বাসের পায়ে নূপুর পড়িয়ে
অবিশ্বাসী রাত শীতকারে ঢলে পড়ে,
ম্রিয়মান প্রহরের কামুক কার্নিশে।
অথচ কেনো জানি অতৃপ্ত দেহমন,
বলে ওঠে।এই বুঝি হয়েও হলোনা
শরতের শুভ্র মেঘ থেকে বিন্দু বিন্দু জল নিয়ে
ভোরের শিশিরের জন্ম।
অথচ দ্যাখো আমরা নিজেরাই, নিজেদের জন্মের ইতিহাস জানিনা
অথবা জানলেও কৃতজ্ঞতায় কখনো নুয়ে আসেনা মন।
আমরা আমাদের জন্মের ঋণ কতো সহজেই ভুলে যাই--
অবিশ্বাসী রাতের কামুকতায়।
আমাদের জন্মের ইতিহাস
কবে,কখন,কিভাবে ভুলে গেছি লোভাতুর দাঁতের কৌশলে?
হাজারও প্রশ্নে বিদ্ধ, চিবোয়ে চিবোয়ে আসে একেকটি কামুকরাত
আরেকটি বেহিসাবি জন্মের ইতিহাস নিয়ে।
ভুল সময় ভুল লগ্নে
কোন কুমারী মায়ের গর্ভে লালিত ভবিষ্যৎ
জানিনা,সে জন্মের ইতিহাস কে রচিবে!