কাঠঠোকরা ঠুকেই চলেছে শেষ রাতের নির্জনতায়
ক্ষতবিক্ষত দেহের ভাঁজে গেঁথে আছে, অসংখ্য কষ্টের পেরেক
মুখ থুবড়ে পড়ে থাকে আঁধারে, রাতের কিঞ্চিৎ আলো।
নির্ঘুমতায় নিশ্চুপ রয় ভাষাহীন নির্বাক চোখ
অথচ নীল অভিমানে পুড়ে খাক মুখর হৃদয়,
এখন শুধুই জীর্ণ জীবনে ফিরে ফিরে আসে বর্ণহীন দাহ্।
হৃদয়ের ক্ষতের মতো গভীর কালোরাত ভেসে ওঠে
চোখের ভেতর স্বপ্নের মন্ডুহীন বিভৎস নতুন ভোর,
আর মন্ডুহীন ভোর মানেইতো আরেকটি ভীষণ আঁধার।
তাইতো ভ্রষ্ট আঁধারের দ্বিধায় নিজেকে হারাই বারে বার
এই আঁধার বার বার কেনো যে ভাসায়! ভাঙনের রুগ্নতায়?
হায় প্রেম!এ-জীবন এখন শুধুই ভুল স্বপ্ন ওম বাড়ায়
হৃদয়ের গহীনে অমূলক স্বপ্নের কার্নিশে।