আবার যদি জন্ম হয় কোনদিন, আবার যদি ফিরে আসি পৃথিবীতে
এ জীবনের সবকিছুই তবে সেদিনও চাইবো ফিরে পেতে।
এই কণ্ঠহারের ছ’খানা তিলক, গর্ভের কাছে জন্মের ঋণ
এলোমেলো কোঁকড়ানো চুলেই আবার ফিরে আসবো সেদিন।
এই কুঁড়েঘর এই কাদামাটি বৃক্ষের শীতল ছায়ায়
স্বপ্নগুলো বাঁধা পড়ে আছে পড়েছি ভীষণ মায়ায়।


সুখ যদি ধরা দেয় পরজন্মে এসে, জুটে যায় খ্যাতি, তবে
নব আড়ম্বর সে জীবনে অভ্যস্ত হতে বড্ড কষ্ট হবে!
এ জন্মের দৈনতা অভাবী ভূষণ বড্ড বেশী অম্লান
শতবার জন্ম নিলেও গাইবো আমি এই জীবনেরই জয়গান।


১৯/৭/২০১৭