লাশ বোঝাই ট্রেনটি ইস্টিশনে এসে থামে;
জীর্ণ-শীর্ণ বুভুক্ষু শত শত লাশ সমুদ্রসম অভিলাষ নিয়ে
নেমে আসে শহরের রাস্তায়,
নিষ্প্রভ চোখে সঞ্জীবনী ঈশ্বরকে খুঁজে ফিরে তারা
নরকের রাজপথে!


তাদের দু’চোখে ফেলে আসা সমৃদ্ধ স্মৃতিগুলো কেবলই অতীত,
বানজলে ভেসে যাওয়া নাড়িপোতা মাটিরা শুধু
বেওয়ারিশ বাস্তব।


কফিনের ট্রেন ফির ফিরে গেছে গ্রামে,
এখনো সেখানে-
শত শত নির্ভীক লাশ উদ্বাস্তু হতে ব্যাকুল,
দুচোখে তাদের বুভুক্ষুকে জয় করার
মৃত্যুঞ্জয়ী স্বপ্ন।