দীর্ঘ এক-একটি দিনের শেষে সন্ধ্যায়
হিসেবের টালি আমি হাতড়ে বেড়াই
দেখি, নগদে কি কিছু হয়েছে জমা!
প্রভু বয়স হয়ছে ঢের করে দাও ক্ষমা।
চিরসবুজ পল্লবিত অহংকারে নেচে নেচে
চঞ্চল হাওয়ায় চিরকাল থাকি যেন বেঁচে।
দেহরূপী মানব বৃক্ষের বাড়ন্ত সময় শেষে
গতরাতে কে যেন এসে বলল অবশেষে,-
'শুধু মৃত্যুই পারে বয়সকে থমকে দিতে
তবু এমন সুযোগ কেউ চায় না লুফে নিতে?'


১৬/৭/২০১৭