বৈশাখী ঝড় কী আবার ফিরে আসবে রাত্রিতে?
সমস্ত মাঠজুড়ে ছড়ানো যে আমার অরক্ষিত পাকা ধান!
ঘুণে ধরা কুঁড়েঘরের খুঁটিগুলো ভীষণ নড়বড়ে
ক্রুদ্ধ শিলাবৃষ্টির আক্রোশে হবে বুঝি অসহায় সমর্পণ।


এই মুমূর্ষু রাত্রি শেষে তবে কী হবে না ভোর
আসবেনা শুভেচ্ছা সকাল?
আর কী হবে না দেখা আসমান ভরা তারা?
সোনালী ফসলের আশ্লেষে আর কোনদিন আসবেনা নবান্ন ফিরে?


ধ্বসে যাওয়া স্বপ্নেরা তবু সুদূরে মসৃণতা পেতে ব্যাকুল
হতশ্রী কুঁড়েঘরের ঘুণ ধরা খুঁটিগুলো ঝঞ্ঝার সাথে লড়ে,
নিরুদ্যম শিরাগুলো চোয়াল শক্ত করে দাঁড়ায়
               বজ্রের গা ঘেঁষে_


আজ ভীষণ দ্বিধাগ্রস্ত হৃদয়!
আজ ভোরের সুশ্রী সত্যের খুব বেশি প্রয়োজন।