মানবতাকে হত্যা করে করছ তুমি বড়াই
বলছ আবার দম্ভ করে ‘আমি কি কাউরে ডরাই’?
এই দম্ভ থাকবে নারে অনন্ত কাল ধরে
সুদিন শেষে নিঃস্ব হয়ে থাকবে একা পরে।
স্ব-ঘোষিত খুনি তুমি ক্ষমার যোগ্য নও
নেতা তুমি মস্ত বড় যে দলেরই হও।
তোমায় যদি মানুষ বলি পিশাচ লজ্জা পায়
স্বপ্ন দেখি দম্ভ তোমার শকুন কুটে খায়।
মানবতাকে হত্যাকারীর ফাঁসির দাবী তুলে
রায়টি আজি লিখে দিলাম কাব্য খাতা খুলে।



২২/৭/২০১৭