আলো ও আঁধার


কিসের দম্ভ করছ তুমি প্রভাতের আলো?
হয়ত জানো না তুমি
অন্ধকারেই লুকিয়ে থাকে জগতের সব ভালো!


আঁধারের কারণেই তুমি আজ পূজ্যতুল্য
সর্বত্র তোমার জয়গান,
বলো, রাত্রি ছাড়া থাকত কি তার মূল্য?


দাম্ভিকতা শুধু আঁধারকেই মানায়
সূর্যরশ্মিকে নিস্প্রভ করার অহংকারে
তাইতো সে আলস্য ঘুমায় অভিজাত ভঙ্গিমায়।


--------------------------------------------
কেন কবিতা লিখি?


ভালোবাসার চাকুরিও চলে গেল অবশেষে
এখন আমি ভীষণ বেকার মানুষ,
বিষণ্ণ মনে বসে বসে বিরহের কবিতা লেখা ছাড়া
আর কোন কাজ নেই হাতে।