হে প্রশান্তি
ফিরে আসো হৃদয়ে আমার,
দেখো, কী ব্যাকুলতা তোমার জন্য
কতটা প্রতীক্ষা তোমাকে ফিরে পেতে!

অশান্তির উত্তপ্ত সাহারায় পুড়ে যাচ্ছে হৃদয়
মহানিদ্রার কিনারে দাঁড়িয়ে এক অতিশয় তৃঞ্চার্ত রাখাল;
বিকৃত কৌশলে তাকে আর কতটা পিষ্ট করবে
                            আদিম আক্রোশে?


এবার কিছুটা বৃষ্টি হয়ে ঝরো, ‌
রক্তবর্ণ হৃদয়ের দৃষ্টিতে ছিটিয়ে দাও শীতল করুণা;
বহুযুগ হলো এ হৃদয় কারো ভালোবাসা পায়নি
বহুযুগ হলো এ হৃদয়ের সুখগুলো মরে গেছে!