যদি ক’দিনের জন্য মরে যাওয়া যেত,
যদি যাওয়া যেত পরমেশ্বরের অতিথি হয়ে কিংবা ভ্রমন ভিসায়
ওপারে_!
তবে লুফে নিতাম এমন সুবর্ণ সুযোগ;
নশ্বর আর অবিনশ্বরের মাঝে থাকা প্রাচীর ডিঙিয়ে একদিন
স্বচক্ষে দেখে আসতাম প্রতিশ্রুত স্বর্গ ও নরকের সুখ-দুখ_


ফিরে এসে পর –যেটাতে মুগ্ধ হৃদয়,
সেই মুগ্ধ অবিনশ্বরের প্রতিশ্রুতির নৈকট্য পেতে
বিলিয়ে দিতাম এই জীবনের অর্জিত সবকিছু!