রাজধানীতে নৌকা চড়ে
যাচ্ছি ভেসে মতিঝিল
বাসগুলো সব ডুবো জাহাজ
দিচ্ছে পাড়ি অথৈ বিল,


রিক্সাগুলো কাটছে সাঁতার
সিএনজিরা দিচ্ছে ঘুম
নগরবাসী জাল ফেলেছে
মাছ ধরার লাগছে ধুম,


অট্টালিকা ভাসছে দেখো
পানির উপর চমৎকার
ভেনিসবাসীও লজ্জা পাবে
দেখে ডিজিটালের বাহার,


নৌকা-ভেলার জ্যাম লেগেছে
গুলিস্তানে আহারে
নেংটি মেরে বিরস মুখে
ট্রাফিক মামা দাঁড়িয়ে,


বর্জ্য মাগুর বেজায় খুশী
ভাসছে হলুদ খাবার তার
পিলে সবার চমকে ওঠে
দেখে কালা পানির বাহার,


বিলবোর্ডের ভাগাড়ে তবু
উন্নয়নের রটনা
ভেসে ভেসে দেখছে সবাই
কি সুন্দর ঘটনা!


১৪/৬/২০১৭