আমি এমনই,
কঠিন কোন দুঃখও স্পর্শ করে না কখনো;
ভাবলেশহীন জড় পাথুরে হৃদয় নিয়ে
সীমান্ত প্রান্তরে সারাদিন ঘুরে ঘুরে
রক্তবর্ণ চোখে বাড়ি ফিরি মধ্যরাতে_


কিন্তু তুমি আমাকে চেয়েছিলে একেবারেই ভিন্নরূপে;
আমি আনন্দ পেলে হাসবো, বেদনাতে কাঁদবো
এই পৃথিবীর সব পুরুষের মতই নারীকে ভালবেসে
           নারীর স্নিগ্ধ আঁচলের ঘ্রাণে মুগ্ধ হবো!


অথচ দেখো, কী দুর্ভাগ্য তোমার!
নিষ্পাপ ছোট্ট একখানা চাওয়ায় পূর্ণ করতে পারিনি এতদিন!
তবে কথা দিলাম-
তোমার জন্য একদিন এই আমি কাদামাটি হয়ে যাবো,
সেদিন নাহয় ইচ্ছেমত গড়ে নিও আমাকে তুমি_।
তার আগে ‘যে কটা দিন বাকী-
দোহাই তোমার, আমাকে টুকরোটুকরো করে ভেঙে
                     নতুন করে গড়ার চেষ্টা করো না,
শিলালিপির দৃষ্টিতে নিজের অচেনা রূপখানা দেখে
আমি ভীষণ কষ্ট পাবো_