চারিদিকে দেখি শুধু কলহ-বিবাদ
বর্ণবাদী ভেদাভেদ পৃথিবীটা জুড়ে,
জাতি আর গোত্রের সংকীর্ণ বলয়
মনুষ্যত্বকে আজ খায় কুরে কুরে।


হানাহানি-খুনাখুনি প্রতি জনপদে
সাম্প্রদায়িক দাবানলে সব পুড়ে ছাই,
দুস্থজনের বেদনাতে কাঁদেনা মানুষ
মানুষের মাঝে দেখি মানবতা নাই।


মানুষ-মানুষে বলো ভেদাভেদ কিসে?
একই ধাতুতে গড়া তুমি আমি সেও,
পৃথিবীটা জুড়ে দেখো কত শত প্রাণী
ভেদাভেদ কভু তারা করে নাতো কেউ।


সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে গিয়ে আজ
সম্প্রীতির সমাজ গড়তে এসো কাজ করি,
ধর্ম আর বর্ণের ভেদাভেদ ভুলে
মানবতার পতাকাকে উঁচ্চে তুলে ধরি।