মন চাইছে তোমায় নিয়ে
দূর অজানায় যেতে,
সারাটি জীবন আপন করে  
তোমায় কাছে পেতে।
মন চাইছে পাখির ডানায়
উড়তে নিঝুম দেশে,
চিরসুখের ঘর সাজাতে
তোমায় ভালোবেসে।
মন চাইছে সাঁঝ সকালে
বকুল গাছের তলে,
গাঁথবো মালা ফুল কুড়িয়ে
পরাতে তোমার গলে।
মন চাইছে মেঘের ভেলায়
ভাসতে পাহাড় চূড়ায়,
না বলা সব কথা বলে
মনটা আমার জুড়াই।
মন চাইছে গভীর রাতে
জ্যোৎস্না আলোয় বসি,
দেখবো দুজন হাতটি ধরে
দূর আকাশের শশী।
মন চাইছে তোমায় নিয়ে
বাঁধতে আমার ঘর,
তোমার আদর সোহাগ নিয়ে
বাঁচতে জীবনভর।