বিভ্রান্তির জঞ্জালে কেটে গেছে অনেকটা অতীত
হিরণ্ময় কালের লজ্জিত হস্তলিপিগুলো
           তাকিয়ে থাকে বিবর্ণ চোখে,
অদৃষ্টের কাছে ঘুণ ধরা অক্ষরের করুণ আর্তনাদ;
দেখেনা কেউ পৃথিবী থেকে মানুষের চিহ্ন মুছে দেবার
অদৃশ্য বিবাদ!


বিবস্ত্র বিবেক-
ওড়না হয়ে ঢেকে দেয়না আর নগ্ন যুবতীর দেহ,
রক্ষণশীল বৃদ্ধার মতো বোরখায় মুখ ঢেকে থাকে মানবতা;
বিনয়ী ভগবান তবু
মুখোশের আড়ালে থাকা হত্যাকারীদের সাথে
                   নির্লজ্জ সমঝোতায় ব্যাকুল!