তুমি আসবে আবার ফিরে
লাখো জনতার ভিড়ে
অত্যাচারীর অত্যাচারের বিরুদ্ধে
প্রতিবাদের ঝড় হয়ে ।


তুমি আসবে আবার ফিরে
কুলি আর মজুরের-মেহনতি মানুষের
নায্য দাবি আদায়ের
মিছিলের অগ্রভাগে ।


তুমি আসবে আবার ফিরে
কোন এক উত্তাল মার্চের প্রথম প্রহরে,
বলবে, “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।“


তুমি আসবে আবার ফিরে
মিছিলে মিছিলে আর স্লোগানের ভাষায়
                        বজ্রমুষ্ঠি হাতে ।
লাখো জনতার অগ্রভাবে-
ক্ষুধা, দারিদ্র আর অভিশাপের বিরুদ্ধে ।
তুমি আসবে আবার ফিরে
সমৃদ্ধ এক বাংলা গড়ার প্রত্যয়ে
হাজারে নিপীড়ন আর উৎকন্ঠার বিরুদ্ধে ।


তুমি আসবে আবার ফিরে
স্নেহময়ী কোন মায়ের আচঁলে,
কারো ভাই কিংবা জাতির পিতা বেশে
                            অন্ধকারের ধ্রুবতারা ।