বানভাসি হাজারো মুখ ক্ষুধার্ত এখনো
ফুটপাতে ঘুমায় অগুনিত মানুষ অনাহারে,
বেঁচে থাকার মৌলিক অধিকার এখনো সুদূরের স্বপ্ন; তবুও
বিস্ময় জাগে তোমাকে দেখে-হে আমার প্রশস্তচিত্ত স্বদেশ-
যখন দেখি, অকৃপণ মমতায় তুমি স্ব মুখের অন্ন তুলে দাও
অসহায় ক্ষুধার্ত শরণার্থীর মুখে!


বিশ্ব বিবেক যখন হিসেব কষছে লাভ-ক্ষতির,
চিরমিত্রদের মুখোশ উম্মোচিত যখন সাম্প্রদায়িক বিভেদে,
তখনো মানবতার অনন্য দৃষ্টান্ত রচে চলেছ তুমি
দ্বিধাহীন_


হে আমার অভাগা স্বদেশ, জানি
অনেক থেকেছ তুমি অনাহারে, অনেক সয়েছ তুমি নিপীড়ন;
তাইতো অনাহারীর মলিন মুখ তোমাকে কাঁদায়
নির্যাতিত’র করুণ আর্তনাদ তোমাকে ব্যথিত করে।


আমরা গর্বিত অনন্য মানবিকতায়
আমরা গর্বিত আজ তোমার মহানুভবে;
দেখো, এই ঘনাবৃত মেঘ একদিন কেটে যাবে, সেদিন
নাফের দু’তীরে স্বর্ণাক্ষরে লেখা হবে
প্রশস্তচিত্ত এই মৃত্তিকার অনন্য মানবতার গল্প।