আজ কেবলই মন খারাপ হয়ে যায় আমার
আজ কেবলই বাতাসে লাশের গন্ধে
                                   দম বন্ধ হয়ে আসে।
যেদিকে তাকাই আমি-দেখি
আলোগুলো ঘুমিয়ে থাকে কেঁচোর মতোন,
আর সাগরের তরঙ্গে প্রফুল্ল মনে ভেসে বেড়ায়
          একরাশ ধর্ষণের নির্গলিত ফেনা
                                           সংঘবদ্ধভাবে…


ইদানীং নদীর ঢেউয়ে প্রায়ই ভেসে আসে বস্তাবন্দি কয়েকটি মৃতদেহ
জড়াজড়ি করে সাঁতার কাটে তারা বানভাসি পিঁপড়ার মতো;
আশ্রয়প্রার্থী এসব লাশের বিবর্ণ মুখ-ফ্যাকাশে চোখ
আমার মন খারাপ করে দেয়, মনমরা হয়ে সারাদিন বসে থাকি আমি।


আকাশের বুকে জমাট বেঁধে আছে অবিশ্বাসের কালো মেঘ
বসন্তের ফুলগুলো উদ্গ্রীব হয়ে বসে থাকে তবু
                                        শিলাবৃষ্টি হয়ে ঝরবে বলে।
আর সমস্ত ফসলি ক্ষেত যেন বিস্তীর্ণ লাশের ময়দান
আত্বহারা হয়ে ছুটে আসে এক ঝাঁক শকুনের দল
                          সমস্ত আকাশ ছেঁয়ে ফেলে তারা;
কেবলই গা শিউরে ওঠা রাত নেমে আসে আমার মানচিত্র জুড়ে!


আজ বারুদের পোড়া গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে
আমার মন খারাপ হয়ে যায়।
তবু, অট্টালিকারা আজ আকাশ ছোঁয়ার স্বপ্নে ব্যাকুল
আকাশের নীল চাঁদ তারা কিনে আনে চড়া দামে;
রুগ্ন টোকাই আগের মতোই স্থায়ীভাবে বাস করে
                            ডাস্টবিনের আঙিনায়! আপত্তিহীন-
ষ্টেশনে কুকুরের সাথে ভাগাভাগি করে ঘুমায়
                                   একদল বেওয়ারিশ মানুষ।


পৃথিবীর বিবেককে ধ্বংস করে দিচ্ছে কিছু স্বজাতীয় পন্ডিত
জাতিতে-জাতিতে বিভেদ ধরিয়ে দিচ্ছে কিছু মুর্খ জাতিসত্তা,
ধর্মকে সন্ত্রাস বানিয়ে ছাড়ছে কিছু ধর্মীয় গুরু,
কবিরা তবু বুঁদ হয়ে বসে আছে প্রেমের পদ্য লেখায়
                                     কিংবা ছন্দে মোহিত হয়ে !


হে কবি আজ ছন্দে মোহিত হবার সময় নয়
আজ কর্কশ গদ্যে প্রতিবাদী হও তুমি
কলম ছেড়ে অস্ত্র তুলে নাও হাতে
চলো একসাথে সবাই যুদ্ধে যাবো।।


২৫/৬/২০১৬
কুয়েত