উৎসর্গঃ আসরের কবি আর্যতীর্থ


রোজ সকালে পথের ধারে
বখাটে কজন দাঁড়িয়ে থাকে
মেয়েদের দেখে টাংকি মারে
মা-বোন তোদের আছে না ?
আরে চলছে যেমন চলুক না।


সাত রাস্তার মোড়ের পাড়ে
পুলিশ মামা নজর কাড়ে
ট্রাক প্রতি দে তিনশো করে
না দিলে হাওয়া থাকবে না
আরে চলছে যেমন চলুক না।


ব্যাংক লুটেরা দিব্যি ঘোরে
টোকাইদের সব জেলে পুরে
জঙ্গি বইল্যা চালান মারে
ঘুষ তুই ক্যান দিবি না?
আরে চলছে যেমন চলুক না।


কারচুপির ঐ ভোটটি শেষে
ইসি মশাই বড্ড হাসে
নেংটি কুত্তা তাহার পাশে
পেছনে ফিরে তাকায় না
আরে চলছে যেমন চলুক না।


রাজাকার সব এমপি হয়ে
দেশটা বেঁচে বলে-কয়ে
যোদ্ধাহত দের রিক্সা দিয়ে
করছে বড়ই করুনা
আছে চলছে যেমন চলুক না।


কেরাণীরা সব খেটে মরে
বড় কর্তা বিলেত ঘোরে
মাসের শেষে বস্তা ভরে
ঘুষ ছাড়া তার চলে না
আরে চলছে যেমন চলুক না।


জ্যামে বসে বিরস মনে
অসহায় মানুষ ক্ষণ গোনে
মন্ত্রী সাহেব উল্টো লেনে
আইন তাহার জন্য না?
আরে চলছে যেমন চলুক না।


ছাগলকে তুলে গাছে ডালে
মই দিয়েছে নিচে ফেলে
বাংলা ছবির শুটিং চলে
কি সুন্দর ঘটনা
আরে চলছে যেমন চলুক না।


মধ্য রাতে ডিস চ্যানেলে
বড়দের জন্য ছবি চলে
চলছে এসব কয়ে-বলে
কেউ তো কিছুই দেখে না
আরে চলছে যেমন চলুক না।


গভীর রাতে কলম হাতে
অ-কবি এক নেশায় মাতে
প্রতিবাদী হয়ে লিখবে তাতে
কবির চোখে ঘুম আসেনা
আরে চলছে যেমন চলুক না।


--------------------------------------------
কবি আর্যতীর্থ-এর ‘বাংলা আমার দিব্যি আসে’ কবিতাটি পড়ে উদ্বুদ্ধ হয়ে আমার এই কবিতাটি লেখা।