হৃদয়ের সব অপূর্ণতা ধুয়ে যাক
      আজি শ্রাবণের বৃষ্টিতে
সবুজের শোভায় পূর্ণতা আসুক
      নব চেতন দৃষ্টিতে,


জোয়ারের জলে তব মুছে যাক
      যত আছে ক্ষত
চিতার আগুনে পুড়ে ছাই হোক
      হৃদয়ের জ্বালা যত,


দুঃখ-বেদনা-জরাজীর্ণ ও ক্লেদ
      ঝরুক অশ্রু হয়ে
জমে থাকা বেদনার্ত তুষারের মেঘ
      পড়ুক মাটিতে নুয়ে,


সব কিছু আজি হারিয়ে যাক
     ফিরুক সোনালী দিন
অতীত কখনো যায় না ভোলা
      জেগে থাকে অমলিন।