তোমার সান্নিধ্য পেতে যতটা অধীর হয়ে বসে থাকি হে কবিতা,
জানি না কোন প্রেমিক তার প্রেমিকাকে কাছে পেতে
                       এতটা অধীর কখনো হয়েছে কিনা!
তোমাকে শব্দ মাল্যে সাজাতে যতটা ব্যাকুলতা প্রতিরাতে,
জানি না জন্মদিনেও কোন মা তার সন্তানকে এত যত্ন করে
                                               সাজায় কিনা!
তবু তুমি আমার চেতনার উঠোনে পুঞ্জীভূত করে রাখো
                              দ্বিধা আর সংশয়ের কালো মেঘ!
তবু তুমি আমার কবিতার খাতা ছিঁড়ে সমুদ্রে ভাসাও কাগজের নৌকা!
হয় তুমি নির্দয়ভাবে হত্যা করো আমার কাব্যিক চেতনা
নয়ত স্বেচ্ছায় ধরা দাও এসে
তোমার অভিমান ভাঙা একপশলা বৃষ্টিতে হৃষ্ট হোক আমার কবিতার ভুবন।


০২/৯/২০১৬