একদিন খুব সভ্য ছিলাম
সুশৃঙ্খল চুলে পরিপাটি সিঁথির দাগ ছিল, ছিল সুশ্রী অবয়ব,
ক্রোধহীন চোখ-সারল্যমাখা হাসি
নিস্পাপ হৃদয়ে ছিল অথৈ সামুদ্রিক ভালবাসা।


কঠিন বাস্তবতার আহ্বানে
কক্ষভ্রষ্ট পথে হেঁটেছি দীর্ঘপথ একা একা,
স্ব-জাতি নর্দমার সুতীক্ষ্ণ নিশ্বাসের প্রবাহে
ইমিটেশনের প্রলেপ উঠে গেছে অবশেষে।


আজ চেতনার আয়নায় নিজেকে দেখে ঘেন্না লাগে বড়
নগ্ন কঙ্কালের অনিবার্য ছোঁয়ায়
আমিও নগ্ন হয়ে গেছি, হয়ে গেছি অসভ্য-ইতর
                                           নিজের অজান্তে।