হয়ত বহুদিন পর কোনদিন
এই পৃথিবীর নদীরা সব চিরদুখী হয়ে যাবে,
সেদিন হৃদয়ের সঞ্চিত কান্নার ঢেউয়ে ভেসে ভেসে, দৃঢ়প্রতিজ্ঞ মাঝিরা আর
খুঁজবে না তার বুকে জীবিকার নিশান;
প্রেরণার পাল তুলে সেদিন -আর কেউ শোনাবে না তাকে দুঃখ ভোলার গান!


হয়ত বহুদিন পর কোনদিন
এই নদীজলে শোভা পাবে কৃষ্ণবর্ণ পাপী সিঁদুরের আলপনা,
মানুষের বিষাক্ত বীর্যের ধারাগুলো প্রহর গুনে গুনে ছুটে যাবে নদীবুকে আশ্রয় পেতে
সভ্যতার নির্গত বিষাক্ত বর্জ্য জলে, কিশোরেরা গা ভাসিয়ে হবে না দুরন্ত সেদিন!
সন্তানসম সম্প্রদায়গুলো মরে যাবে ক্রমাগত
হয়ত সেদিন নিঃসঙ্গ নদীরা চিহ্নিত হবে বিষাক্ত বর্জ্যের ভাগাড়ে!


পৃথিবীর আলো বাতাস গায়ে মেখে মেখে
প্রতিদিনই বড় হয় সবকিছু, শুধু ক্রমেই ছোট হয়ে যাচ্ছে ব্যাধিপ্রস্থ পৃথিবীর সব নদী;
নির্লজ্জ মানুষের বড্ড ক্ষুধার্ত গ্রাসে-
হয়তবা এই নদী একদিন হয়ে যাবে আগামীর ঘৃণিত নোঙর, মানুষের কর্মফলে
এই নদী একদিন হয়ে যাবে অনাগত প্রজন্মের ফাঁসির মঞ্চ!