ওপথ আমার না, তবুও
প্রতিরাতে কল্পনাতে ঐপথ ধরে হাঁটি,
ঐ পথের মসৃণ দুর্বায় স্বপ্নগুলো বিছিয়ে
আজন্মকাল বুঁদ হয়ে থাকি
                 ভ্রান্ত পথের খোঁজে!


ওপথ আমার না জেনেও
ভুল করে ভুল পথে হাঁটি একা একা
কল্পনার অবগাহে দিই ডুব স্বপ্নিল স্বচ্ছজলে;
অত:পর, প্রদৃপ্ত ইচ্ছাগুলো আমার
      চিরসত্যের ভূষণ হয়ে মরে যায় সাগর অতলে
একদিন_


বহুকাল পরে আবার_
যখন স্তম্ভিত ফিরে পাই
উত্থিত হই শূন্য আকাশ তলে, দেখি-
জলে ডোবা আত্মারা সব বেহিসাবি স্বর্গে চলে গেছে;
স্বর্গের সুসজ্জিত উদ্যানে গুটিকয় সভ্যের সাথে
            নেচে নেচে আমিও গাইছি কীর্তন!


আলাভোলা এইসব আত্মাকে ধোঁকা দিতে
পরমাত্মা বুঝি এতদিন খেলেছে লুকোচুরি!


১৫/৭/২০১৭