কখনও ফল্গু কখনও সুজ্যোতি রূপে
বয়ে যাই মাটির তলে প্রবাহ ধারায়;
আপন ছন্দে তোমার অলক্ষ্যে পার
নির্ঝরিনী রূপে ফিরে আসি পুনরায়!


গুপ্তগামিনী আমি! দেখা মেলে না তাই
আমুধা আমি! অন্ত:সলিলা জগৎ মাঝে;
সরস্বতী আমি!উপাস্য নদী হয়ে বাঁচি
আমি আজও অন্ধকার গোধূলি সাঁঝে!