এক ছটাক তৈলাক্ত কাদায় এঁকে যায় সুনিপুণ হাতের ছবি

সাব্বাশ! দীর্ঘ প্রতীক্ষার অবসানে আনন্দঘন মুহূর্তের সূচনা

নিজের মনের মতো করে সাজিয়ে রাখে নিজের হাতে গড়া বেদীতে

সদ্যোজাত শিশুটি ভয়ে অস্পষ্ট স্বরে কেঁদে বলে এ তো খলনায়ক!