( রাতের দিকে একটা হিন্দিভাষী অটোরিক্সাচালক ভাড়ায় যেতে অস্বীকার
করলে কারণ জানতে চাই--সে কাব্যে উত্তর দেয়--এক অতি সাধারণ লোকের হিন্দি কাব্যের ভাবানুবাদ--নীচে)


সকাল থেকে দুপুর
দুপুর থেকে বিকাল
তোমরা ডাকলেই বলি
হ্যা হ্যা
রাতে ডাকলে বলি
না না
কেননা আমার ভাড়া করা ঘরে অপেক্ষায়
স্ত্রী রোহিনী, মেয়ে সংস্কৃতি
ছেলে সংস্কার
আমরা গুনতিতে চার
গরীবের সংসার.....





বিশেষ--একটা পুরনো কবিতার পুনর্গঠন