ঘুরঘুট্টি অন্ধকার
ভাসছি লাল-নীল স্রোতে
বেরোবার সব রাস্তা বন্ধ
আর কান ঝালাপালা করে দিচ্ছে
এক অবিরাম ধ্বনির ঝঙ্কার।
প্রেয়সীর হাত ধরে
স্বপ্নাদ্য বালুতটে যাবো বলে
এ আমি কোথায় বন্দী হলাম?
দূর থেকে ভেসে আসে
প্রিয় নারীর চেনা স্বর
বলছে--সামাজিক ঈশ্বর
তুমি আমার দিল দরিয়ায় ভাসমান.........





বিশেষ-এটা রূপক ব্যবহৃত কবিতা