(বেকার সমস্যা--তৃতীয় বিশ্বের এক বিরাট সমস্যা--বেকার যুবশক্তি
শুধু আড্ডা মারে না-- অনেক ভালো কাজও করে--তথাকথিত প্রতিষ্ঠিতরা তাদের অবহেলার দৃষ্টিতে দেখে--এই ভাবের প্রতিবাদের ব্যঞ্জনায়........সূত্র--'চেতাবনী'--ওয়ার্নিং )


হ্যাগা! বড় মানুষের পো--
আমাকে বেনামী বলিস?
খুঁজে দেখ--আমার নাম পাবি
মুদি দোকানের ধার-বাকি'র খাতায়
বেকার যুবকের দীর্ঘ তালিকায়!
আমার সাহচর্য পাবি--
দুঃস্থরোগীর চিকিৎসার ব্যবস্থাপনায়
বেওয়ারিশ লাশ পোড়ানোর যোগাড়পনায়,
আমার উপস্থিতি পাবি--
বন্যাত্রাণের চাঁদা সংগ্রহকারীর ভিড়ে
নারকীয় অপরাধের প্রতিবাদের মোমবাতি-মিছিলে,
অন্ধকার নয় আমাকে পাবি শুধু আলোকের ঝর্ণায়!
সুযোগ পাইনি বলে বেকার
তাই বলে বেনামী বলিস!
আমি শুধু আমি নই--আমরা অনেক
ভালোদিন আসছে--
দেখিস একদিন যেন ভেসে না যাস
আমাদের নামের বন্যায়.....................................