নিম্নাঙ্গে পশুর মতন ঊর্ধ্বাঙ্গে মনন,
মানুষ দি গ্রেট কম্বিনেশন


নামই মানুষের প্রথম পরিচয়,
কাপুরুষেরা সেটা লুকিয়ে পালিয়ে বেড়ায়


বাজে কবিতা পড়া একটা বদভ্যাস,
ঘুমানো রিচার্জিং


কি উঠোনে কি বারান্দায় কি বিছানায়,
জোছনা উদোম হয়ে বিভোর করে দেয়


নতুন জন্ম কে সবাই আদর করে,
পুরনোকে দূর দূর


যেখানে কথার শেষ
সেখানেই শূণ্যের শুরু


'চিত মাটি আর উপুড় মেঘ' এর জলসায়
বেসুরোও গান গায়