( রাখিপূর্ণিমায় আসরের সব সুপ্রিয় কবিদের প্রীতিময় শুভেচ্ছা ও অভিনন্দন)


ভালোবাসা শব্দ নয় স্পর্শের ভীষণ কাঙাল


এক জন্মে সাত জন্মের গল্প শোনায় রাই কুহকিনী


দুনিয়ায় আসাটা ছকে বাঁধা যাওয়া টা হঠাত্ কখন


মন চায় শিউলি কুড়োতে কুড়োতে ভোর দেখে নেওয়া


যেখানে কথার শেষ সেখানেই শূণ্যের শুরু


ঘরে বাইরে জোছনা উদোম হয়ে ঘোরে পূর্ণিমায়


অভিমানে ঝরে যাওয়া পাতা যেন  গরীবের ব্যথা


মরণ সম্পূর্ণ ফাঁকা অভিনব এই বেঁচে থাকা


কুমারীবেলার চিঠির অক্ষরগুলো লজ্জাঘ্রাণ ছড়ায়


স্তাবকেরা কখনো বন্ধু নয় আজ এ ঘর কাল অন্য ঘরে যায়